Saving the planet one step at a time
Have you heard of climate change?
Temperatures are getting higher. Storms are getting worse. Ice is melting and sea levels are rising. Portions of the coast of Bangladesh are likely to go underwater, lost forever. Millions will become homeless. The ability of the earth to sustain people is threatened.
Why is climate change happening?
Because people are burning up fossil fuels (diesel, petrol, natural gas, coal) at such rapid rates that future generations are now threatened.
Is it possible to slow climate change?
Yes, but we cannot continue to waste time. Carbon dioxide levels are rising rapidly. That is where the number 350 comes in. If we can limit CO2 in the atmosphere to 350 parts per million then we can avoid the worst of the harm to come.
Is there anything we can do?
No one person cam stop climate change but everyone contributes something significant. We can slow out own use of fossil fuels by walking and cycling and taking cycle rickshaws rather than using motorized transport. We can reduce our use of electricity. We can avoid, as a nation, burning coal (pure carbon) or selling it to others to burn. We can encourage the government to act to encourage reductions in fuel use and to encourage walking, cycling, and rickshaws.
This will mean making some changes. Fortunately most of those changes are likely to
increase rather than reduce our quality of life. Imagine being able to cycle safely in
Dhaka. Imagine the air being fresh and clean. Imagine children and youth being able to play in side streets. If we move our focus from cars to people, from traveling long
distances to accessing basic needs close to home, we can reduce congestion and all the misery it causes, We can have more time with family and for the other important parts of life.
Remember 350 is not just a number. It is not just an ideal. It is something we can all work to make a reality.
আপনি কী জলবায়ু পরিবর্তনের বিষয়ে শুনেছে?
বায়ুমন্ডলে ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে প্রাকৃতিক র্দূযোগ। তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে ঝড়,জলোচ্ছাসসহ মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয় অঞ্চলের ল ল মানুষ গৃহহীন হবে। ইতিমধ্যেই উপক’লীয় কৃষি,পরিবেশ, শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব পড়ছে উপকূলীয় জীবনযাত্রায়। আর অদূর ভবিষ্যতে জলবায়ুর এই পরিবর্তনে দেশে প্রায় ৪কোটি উপকূলীয় মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে।
কেন জলবায়ু পরিবর্তন ঘটছে
উন্নয়নের নামে প্রকৃতির উপর নিবিচার হস্তপে, মাত্ররিক্ত জ্বালানী ব্যবহারের ফলে বায়ুমন্ডলে কার্বণ ডাই অক্সাইডের বৃদ্ধিই জলবায়ুর পরিবর্তনের অন্যতম কারণ।
যেভাবে জলবায়ু পরিবর্তনের এই ধারাকে মন্থর করা যায়
যদি বায়ুমন্ডলে কার্বনের মাত্রা ৩৫০পিপিএম মধ্যে রাখতে পারি, তাহলে আসন্ন বিপর্যয় থেকে রক্ষা পেতে পারি। এই বিষয়টিকে তুলে ধরার জন্যই ৩৫০ পিপিএম আজ একটি আন্দোলনে রূপ নিচ্ছে।
আমরা যা করতে পারি
একজন মানুষের একার পে এই জলবায়ুর পরিবর্তন ঠেকানো সম্ভব নয়। কিন্তু সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই ভয়াবহতাকে ঠেকানো সম্ভব। আমার আমাদের জীবন যাত্রার কিছুটা পরিবর্তনের মাধ্যমে জীবাশ্ম জ্বালানীর ব্যবহার কমিয়ে আনতে পারি। যেমন যাতায়াতের ক্ষেত্রে প্রাইভেট কার কমিয়ে হাঁটা, সাইকেল, রিকশাসহ অযান্ত্রিকযান ব্যবহারে নির্ভরতা বাড়ানো দরকার। মাত্রাতিরিক্ত বিলাসী জীবন পরিহারে করে জীবনযাত্রায় বিদ্যুতের ব্যবহার কমিয়ে আনতে পারি।
পরিকল্পনায় কিছু ইতিবাচক পরিবর্তনের মাধ্যমেই জ্বালানীর ব্যবহার হ্রাসের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ধারাকে মন্থর করতে পারি। যেমন নগর ব্যবস্থাপনায় মিশ্র এলাকা গড়ে তোলা। মানুষের যাতায়াত ব্যবস্থায় অমূলক পরিবর্তন আনা সম্ভব। মিশ্র এলাকার ফলে কাছাকাছি দূরূত্বে মানুষের প্রয়োজনীয় সুবিধাসমূহ থাকলে মানুষের যাতায়াতের চাহিদা অনেকাংশেই কমে যায়। এ সকল ইতিবাচক পরিবর্তনের ফলে মানুষের জীবন যাত্রার মান অনেকাংশে বৃদ্ধি পাবে। শহর হবে বায়ু দূষণমুক্ত, প্রানবন্ত এবং শিশুবান্ধব।
তাই আজ পৃথিবী ব্যাপী ৩৫০পিপিএম শুধু একটি শ্লোগান কিংবা সূচকই নয়। এটি আমাদের জীবন এবং ভবিষ্যতের প্রশ্ন। আসুন আমাদের কর্মের দ্বারা সৃষ্ট সমস্যাকে কর্ম দিয়ে সমাধান করি।
www.dhaka-rickshaw.blogspot.com/ Dhaka Rickshaw
www.dhaka-transport.blogspot.com/ Pro-people Transport Plan www.dhakanewspapers.blogspot.com/ All Newspapers on one click
Syed Saiful Alam
shovan1209[at]yahoo.com
1 comment:
NO CO2
Post a Comment